রাজশাহী থেকে কাজী শাহেদ: রাজশাহীর চারঘাটে রোববার রাতে ট্রাকে পেট্রোলবোমা হামলা চালিয়ে চালক ও হেলপারকে দগ্ধ করার ঘটনায় মামলা হয়েছে। চারঘাট মডেল থানার উপ-পরিদর্শক মোয়াজ্জেম হোসেন বাদী হয়ে মামলাটি করেছেন। মামলায় উপজেলা শিবিরের সভাপতি বদিউজ্জামান বদিসহ বিএনপি-জামায়াতের ১৫ জন নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় গতকাল বিকালে পুলিশ উপজেলা জামায়াতের আমির ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নজমুল হোসেন কচিকে গ্রেফতার করেছে। চারঘাট থানার ওসি খন্দকার গোলাম মুর্তজা এ তথ্য নিশ্চত করেছেন।
ওসি আরও জানান, মামলার পর পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করেছে। এরা হলেন উপজেলার শিবপুর এলাকার বিএনপি কর্মী ইমরান আলী (৩০) ও পাটিয়াকান্দী গ্রামের শিবির কর্মী মিঠু আলম (২৯)। গতকাল দুপুরে তাদের আদালতে চালান করা হয়েছে।