রাজশাহী থেকে কাজী শাহেদ: রাজশাহী মহানগরীতে পুকুরের পানিতে ডুবে রনি রায় (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) বিকাল সাড়ে চারটায় এ ঘটনা ঘটে। রনি নগরীর সিপাহীপাড়া এলাকার জিতেন রায়ের ছেলে।
জিতেন রায় জানান, নগরীর শাহ মখদুম (র:) দরগাহর সামনের পুকুরে বিকাল সাড়ে চারটায় রনি গোসল করতে নামে। ওই সময় রনি গভীর পানিতে তলিয়ে যায়। পরে পুকুর পাড়ে দাঁড়িয়ে থাকা লোকজন রনিকে পানির নিচ থেকে উঠতে না দেখে কয়েকজন মিলে পানিতে নেমে তাকে উদ্ধার করে। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।