রাজশাহী থেকে কাজী শাহেদ: এক স্কুল শিক্ষিকাকে লাঞ্ছিত করায় রাজশাহী শিক্ষা বোর্ডের কর্মকর্তা আকবর আলীকে শোকজ করেছেন বোর্ডের চেয়ারম্যান। সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে শিক্ষা বোর্ডের উপপরিচালক (হিসাব ও নিরীক্ষা) আকবর আলীকে শোকজের তথ্য নিশ্চিত করেছেন বোর্ড চেয়ারম্যান আবদুর রউফ মিয়া।
বোর্ড সূত্র জানায়, রাজশাহী শিক্ষা বোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজে শহীদ মিনার নির্মাণের উদ্যোগ নেয়। শহীদ মিনার নির্মাণ বিষয়ে আলোচনা করতে রোব্বার দুপুরে আকবর আলীর দফতরে আসেন ওই শিক্ষিকা। এসময় আকবর আলী শহীদ মিনার নিয়ে কটূক্তি করেন এবং শিক্ষিকাকে লাঞ্ছিত করেন।ওই শিক্ষিকা বোর্ড চেয়ারম্যানের কাছে অভিযোগ করেন। শিক্ষিকার অভিযোগের পর গতকাল রোব্বার দুপুরে উপপরিচালক আকবর আলীকে শোকজ করেন চেয়ারম্যান।
বোর্ড চেয়ারম্যান আবদুর রউফ মিয়া জানান, একজন শিক্ষিকার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ দুঃখজনক। একারণে উপপরিচালক আকবর আলীকে শোকজ করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।