লক্ষ্মীপুর বেলাল হোসেন জুয়েল: লক্ষ্মীপুরে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী নাছির বাহিনীর সদস্য বাহার উদ্দিন (৩৬) ডাকাতের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকালে চন্দ্রগঞ্জ সিনেমা হলের পাশের একটি মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত বাহার ডাকাত লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ দেওপাড়া গ্রামের বাসিন্দা আবুল হাসিম ওরফে হাইসসা চোরার ছেলে। নিজেদের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্বের জের ধরে বাহারকে হত্যা করা হয়েছে বলে পুলিশ ধারণা করছেন।
স্থানীয়রা জানান, সকালে ওই এলাকায় তারা গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খরব দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ূন কবির বলেন, নিহত বাহার চিহ্নিত ডাকাত নাছির বাহিনীর সদস্য। তার বিরুদ্ধে ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। লাশ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।