লক্ষ্মীপুর থেকে বেলাল হোসেন জুয়েল: সরকারি নির্দেশ অমান্য করে সঙ্গী নিয়ে মোটরসাইকেল চালানোর অপরাধে লক্ষ্মীপুরে ২৭ জনের জরিমানা করেছন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় জেলার রায়পুর ও রামগতিতে তাদের দণ্ডাদেশ দেওয়া হয়। দণ্ডাদেশপ্রাপ্তদের মধ্যে রামগতির ১২ এবং রায়পুর উপজেলার ১৫ জন মোটরসাইকেল চালক রয়েছেন।
রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, হরতাল-অবরোধে নাশকতারোধের লক্ষ্যে বিআরটিএ-এর নির্দেশনা বাস্তবায়নে সোমবার বিকেলে রামগতি-লক্ষ্মীপুর সড়কের রামগতি উপজেলা সদর আলেকজান্ডার বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। ওই সময় সরকারি নির্দেশ অমান্য করে সঙ্গী নিয়ে মোটরসাইকেল চালানোর অপরাধে ১২ চালককে আটক করে তাদের প্রত্যেকের কাছ থেকে ২০০ টাকা করে জরিমানা আদায় করা হয় বলে তিনি জানান।
এদিকে, রায়পুর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফুল ইসলাম জানান, সোমবার বিকেলে রায়পুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৫ জন মোটরসাইকেল চালকের কাছ থেকে পাঁচশ’ টাকা করে জরিমানা আদায় করা হয়েছে।