শেরপুর থেকে রেজাউল করিম বকুল: শেরপুরের নকলায় সবজি চাষে গুটি ইউরিয়া প্রযুক্তি সম্প্রসারণের ওপর এক মাঠদিবস অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় বাছুর আলগা গ্রামের মাইজপাতি এলাকায় রোব্বার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহায়তায় আপি-ওয়ালমার্ট ফাউন্ডেশন অ্যাকটিভিটি এ মাঠ দিবসের আয়োজন করে।
মাঠ দিবসে স্থানীয় কৃষাণী মেরি বেগমের ১০ শতক জমিতে আবাদ করা ডায়মণ্ড জাতের আলু উত্তোলন করে দেখা যায়, গুড়া ইউরিয়ার চেয়ে গুটি ইউরিয়া ব্যবহারে একরপ্রতি গড় ফলন ৪০ মণ বেশি হয়েছে। গুড়া ইউরিয়ায় একরপ্রতি ১৮০ মণ ফলনের বিপরীতে গুটি ইউরিয়ায় ফলন হয়েছে একরে ২২০ মণ।
এ উপলক্ষে স্থানীয় কৃষক আব্দুর রশিদের বাড়িতে এক কৃষক-কৃষাণী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে আপি-ওয়ালমার্ট ফাউন্ডেশন অ্যাকটিভিটির সাবিহা নাজনীন ও সেতু মিত্র বক্তব্য রাখেন।
আইসিএম কৃষক ক্লাব সভাপতি হাবীবুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপসহকারি কৃষি কর্মকর্তা ওসমান গণি, ইউপি মেম্বার মাহবুবুল আলম রানা, সাংবাদিক ইউসুফ আলী মন্ডল প্রমুখ বক্তব্য রাখেন।
মাঠ দিবসে এলাকার ৫০ জন কৃষানী ও ১০ জন কৃষক অংশগ্রহণ করেন।