ঝিনাইদহ থেকে জাহিদুর রহমান: ঢাকায় অনুষ্ঠিতব্য বঙ্গবন্ধু গোল্পকাপ উপলক্ষে জেলা পর্যায়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মঙ্গলবার বিকালে ঝিনাইদহ শহরে র্যালি বের করে ঝিনাইদহ জেলা ফুটবল এসোসিয়েশন।
বিকাল সাড়ে তিনটার দিকে ঝিনাইদহ বীর শ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়াম থেকে র্যালিটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। র্যালির নেতৃত্ব দেন ঝিনাইদহ জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আহসানুজ্জামান ঝন্টু।
র্যালি শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আহসানুজ্জামান ঝন্টু। এ সময় সাবেক ফুটবলার ও এসোসিয়েশনের কর্মকর্তা আমিনুল ইসলাম মুক্ত, আব্দুল বাকী, আব্দুল জব্বার, নন্দ দুলাল সাহা, শফিকুল ইসলাম চঞ্চল ও রোকনুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন।