ধনবাড়ী থেকে আব্দুল্লাহ্ আবু এহসান: টাঙ্গাইলের ধনবাড়ীতে সাকিনা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান মঙ্গলবার (২৭ জানুয়ারি)অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে সাংস্কৃতিক প্রতিআেগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ শরিফুল ইসলাম।অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধনবাড়ী পৌর মেয়র খন্দকার মঞ্জুরুল ইাসলাম তপন, সাবেক শিক্ষক মেহেরুন্নেসা, সাংবাদিক আনছার আলী, পৌর প্যানেল মেয়র মীর আব্দুর রাজ্জাক, প্রধান শিক্ষক মো. মাহবুবর রহমান খান খসরু প্রমুখ।
প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।