রংপুর থেকে জয়নাল আবেদীন: দেশব্যাপি বোমা হামলা, নাশকতা ও মানুষ হত্যার প্রতিবাদে রংপুরে মানববন্ধন কর্মসুচি পালন করেছে স্বাধীনতা চিকিৎসক পরিষদ।
কর্মসুচি উপলক্ষে মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে রংপুর মেডিকেল কলেজ চত্ত্বর থেকে একটি মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে দুপুরে রংপুর-দিনাজপুর সড়কের মেডিকেল মোড়ে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।একঘন্টা স্থায়ী মানববন্ধন কর্মসুচি পালনকালে বক্তারা ২০ দলীয় জোটের অন্যায় কর্মসুচি বন্ধের দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর জাকির হোসেন, স্বাচিপ সভাপতি ডা. আবু তালেব, সম্পাদক ডা. নূরন্নবী লাইজু, ডা. নূরল ইসলাম, ডা. মামুনসহ প্রমুখ।