নোয়াখালী থেকে জামাল হোসেন বিষাদ: নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দু দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা স্কুল মাঠে শুরু হয়েছে।
মঙ্গলবার সকাল ৯টা থেকে প্রথম দিনের অনুষ্ঠান স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের জাতীয় সংগীত পরিবেশনা ও শিক্ষার্থীদের কুচকাওয়াজের মধ্যে দিয়ে প্রথম দিনের কার্যক্রম উদ্বোধন করেন প্রধান অতিথি ও নোয়াখালী সদর-সুবর্ণচর আসনের সাংসদ একরামুল করিম চৌধুরী। স্কুলের প্রধান শিক্ষক জান্নাতুল তাজেরীনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিল্পপতি মাহমুদুর রহমান জাবেদ,শহর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু, জিএস কাশেম প্রমুখ।