শেরপুর থেকে হাকিম বাবুল: শেরপুরে কড়া পুলিশি নিরাপত্তায় মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে শহরের রঘুনাথ বাজার জেলা বিএনপি কার্যালয়ের সম্মুখে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ ছেলে আরাফাত রহমান কোকোর গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।
জানাজা শুরুর আগে জেলা বিএনপির আহবায়ক ও সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল আরাফাত রহমান কোকোর অকালমৃত্যুতে শোক জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। বিএনপি ও অঙ্গসংগঠনগুলোর বিভিন্ন স্তরের নেতা-কর্মীসহ বিপুল সংখ্যক জনতা গায়েবানা জানাজায় অংশগ্রহণ করেন।