বরিশাল থেকে এম. মিরাজ হোসাইন: বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুরসহ বিভিন্ন স্থানে আবার সক্রিয় হয়ে ওঠছে নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী (সর্বহারা) পার্টির সদস্যরা। দলীয় রাজনৈতিক আশ্রয়ে এবার তারা লুটপাট আর চাঁদাবাজি করছে।
খোঁজ নিয়ে জানা গেছে, একসময়ের সর্বহারা অধ্যুষিত কেদারপুরের একাধিক হত্যা মামলার আসামি সর্বহারা কামরুল গ্রুপের নেতা আমির হোসেন, ছালাম মৃধা, নূর আলম ও মাছুম মৃধা এলাকায় দলের নামে চাঁদা তুলছে। কেউ তাদের চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলেই তাদের ওপর চালাচ্ছে নির্যাতন।
সম্প্রতি সর্বহারা কামরুল গ্রুপের নেতা নুর আলম, আমির হোসেন ও ছালাম মৃধা প্রকাশ্যে এলাকায় চাঁদাবাজি করলে তার প্রতিবাদ করেন বাবুগঞ্জ উপজেলা ছাত্রলীগের গ্রন্থাগার ও প্রকাশনা সম্পাদক জাহাঙ্গির হোসেন নয়ন। এসময় তারা নয়নকে মারধর করে এলাকা ছাড়ার আল্টিমেটাম দেয়। নয়ন বিষয়টি থানা পুলিশকে অবগত করে কোন ফল না পেয়ে এখন পালিয়ে বেড়াচ্ছে।
সর্বহারা কামরুল গ্রুপের নেতা আমির হোসেন, ছালাম মৃধা, নূর আলম ও মাছুম মৃধার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে। মামলায় জামিন পেয়ে তারা পুনরায় সংগঠিত হওয়ায় কেদারপুর ইউনিয়নে আতংক ছড়িয়ে পরেছে। ১৯৮৯ সালে ভুতেরদিয়া গ্রামের জহিরুল ইসলাম বাদল, ১৯৯০ সালে আব্দুল মজিদ, ১৯৯১সালে খলিল ও ১৯৯৩ সালে প্রকাশ্যে গুলি করে হত্যা করে সামছুল হক প্যাদাকে। দীর্ঘদিন পর ফের তারা সংগঠিত হয়ে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।