বরিশালে বিএনপির সাবেক এমপির বিরুদ্ধে নাশকতার মামলা

বরিশাল থেকে এম. মিরাজ হোসাইন: বরিশালের বাকেরগঞ্জের সাকেব সাংসদ ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আবুল হোসেন খানসহ ১৫ জনকে এজাহারভুক্ত এবং আরো ২০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা হয়েছে। সোমবার দুপুরে বিশেষ ক্ষমতা আইনে থানার উপপরিদর্শক উত্তম কুমার এই মামলা দায়ের করেন।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন জানান, অবরোধ ও হরতালের নামে নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে জনভোগান্তি সৃষ্টি করেছেন বলে তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

এ বিষয়ে আবুল হোসেন খান বলেন, আমরা কোথায়ও জ্বালাও পোড়াও বা ভাংচুর করিনি। হরতালের সমর্থনে আজ সকালে গণতান্ত্রিক পন্থায় শান্তিপূর্ণ উপায়ে দলীয় কর্মসূচি পালনে বিক্ষোভ মিছিল করেছি। এই মামলা তাদের হয়রানি করার জন্য বলে তিনি মন্তব্য করেন।