রংপুর থেকে জয়নাল আবেদীন: সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে মঙ্গলবার (২৭ জানুয়ারি) রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা নিরসন ও প্রথম বর্ষ ভর্তি কার্যক্রম চালুর দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধন সমাবেশে ছাত্র ফ্রন্টের বিশ্ববিদ্যালয় শাখার আহবায়ক মনোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন রংপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, বিশ্ববিদ্যালয় শাখার সদস্য রাজু আহমেদ, বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক বাবুল হোসেন প্রমুখ।
সমাবেশে বলা হয়, বিশ্ববিদ্যালয় প্রায় তিনমাস যাবত অচলাবস্থার সৃষ্টির কারণে প্রথমবর্ষ ভর্তি পরীক্ষা বন্ধ হয়ে আছে।প্রায় সকল শিক্ষা কার্যক্রম বিপন্ন। নেতৃবৃন্দ অবিলম্বে বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা নিরসন করে ভর্তি পরীক্ষা গ্রহণ ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার জোর দাবি জানান।