রংপুরে অবরোধের কোন প্রভাব নেই

রংপুর থেকে জয়নাল আবেদীন: অনির্দিষ্টকালের অবরোধের ২২তম দিনে মঙ্গলবার (২৭ জানুয়ারি)  রংপুরে ২০ দলীয় জোটের  মহানগর ও জেলা নেতা-কর্মীদের সকাল থেকে কোথাও কোনো কার্যক্রমে দেখা যায়নি । অবরোধে  ট্রেন চলাচল করছে এবং আন্তজেলা বাসচলাচল পুলিশি পাহারায় অব্যাহত রয়েছে । রংপুর, দিনাজপুর ও বগুড়া সড়কে বাস, ট্রাক এবং প্রাইভেট গাড়ি চলাচল শুরু করেছে ।