রংপুরে গণতান্ত্রিক বাম মোর্চার বিক্ষোভ মিছিল-সমাবেশ

রংপুর থেকে জয়নাল অবেদীন: গণতান্ত্রিক আন্দোলনে সরকারের দমন-পীড়ন বন্ধ, আন্দোলনের নামে সন্ত্রাস-সহিংসতার প্রতিবাদ এবং অবিলম্বে নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার দাবিতে সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে  গণতান্ত্রিক বাম মোর্চা রংপুর নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

RANGPUR Photo1
রংপুরে বাম মোর্চার মিছল-সমাবেশ

মিছিল শেষে জাহাজ কোম্পানি মোড়ে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) রংপুর জেলার সমন্বয়ক কমরেড আনোয়ার হোসেন বাবলু, গণসংহতি আন্দোলনের ভারপ্রাপ্ত সমন্বয়ক তৌহিদুর রহমান, বাসদ (মার্কসবাদী) রংপুর জেলার সদস্য পলাশ কান্তি নাগ। নেতৃবৃন্দ দুই জোটের ক্ষমতা কেন্দ্রিক সংঘাতের বিরুদ্ধে দেশবাসীকে সোচ্চার হওয়ার আহবান জানান।