রাজশাহীতে কোকোর গায়েবানা জানাজায় পুলিশের বাধা

রাজশাহী থেকে কাজী শাহেদ: রাজশাহীর মোহনপুর বিএনপি আয়োজিত আরাফাত রহমান কোকোর গায়েবানা জানাজায় বাধা দিয়েছে পুলিশ। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ১০টায় মোহনপুর ডিগ্রি কলেজ মাঠে উপজেলা বিএনপির উদ্যোগে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পুলিশি বাধায় বিএনপি নেতা-কর্মীরা জানাজা না করেই কলেজ মাঠ ত্যাগ করেন। পরে উপজেলা চত্ত্বরে অবস্থিত মসজিদে গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়।

মোহনপুর উপজেলা বিএনপির সভাপতি শামিমুল ইসলাম মুন জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সকালে উপজেলার ডিগ্রি কলেজ মাঠে গায়েবানা জানাজার আয়োজন করা হয়। এজন্য সোমবার বিকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকায় মাইকিং করা হয়েছে। আজ সকাল ১০টার দিকে বিএনপি নেতা-কর্মীরা সেখানে জমায়েত হলে পুলিশ তাতে বাধা দেয়। পরে উপজেলা পরিষদের মসজিদে জানাযা অনুষ্ঠিত হয়।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল হামিদ জানান, কলেজ মাঠে গায়েবানা জানাজায় আসা বিএনপি নেতাকর্মীরা সহিংস ঘটনা ঘটাতে পারে-এমন আশঙ্কায় তাদের সেখানে দাঁড়াতে দেওয়া হয়নি।

পরে উপজেলা পরিষদ মসজিদে গায়েবানা জানাজায় অংশ নেয় বিএনপি নেতা-কর্মীরা।