রাজশাহীতে শিবিরের ককটেল বিস্ফোরণ, আটক ১৩

রাজশাহী থেকে কাজী শাহেদ: রাজশাহী মহানগরীর শাহ মখদুম কলেজের সামনে রাস্তায় আগুন দিয়ে সড়ক অবরোধের চেষ্টা করেছে শিবিরকর্মীরা। এসময় তারা দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। মঙ্গলবার (২৭ জানুয়ারি)সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নগরীর বোয়ালিয়া মডেল থানার পুলিশ পরিদর্শক মাহমুদুর রহমান জানান, মঙ্গলবার সকালে অবরোধের সমর্থনে শিবিরকর্মীরা শাহ মখদুম কলেজের সামনে রাস্তার ওপর আগুন দিয়ে অবরোধের চেষ্টা করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে শিবিরকর্মীরা পরপর দুটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।

এদিকে, সোমবার রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত পুলিশ ১৩ জনকে আটক করেছে। আটককৃতরা সবাই বিএনপি ও জামায়াত-শিবিরকর্মী। জেলা থেকে ১০ জন এবং মহানগর এলাকা থেকে ৩ জনকে আটক করা হয়।