রায়পুুরে নিরীহ কৃষকের জমি দখলের চেষ্টা

রায়পুর  থেকে মো. মাহবুবুল আলম মিন্টু: লক্ষ্মীপুরের রায়পুরে হাবিবুর রহমান নামের এক প্রভাবশালী প্রতিপক্ষের দ্বারা আলমগীর ঢালী নামে এক নিরীহ কৃষকের জমি দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার তদন্ত চলছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

মঙ্গলবার দুপুরে (২৭ জানুয়ারি) উপজেলার চর আবাবিল গ্রামের নুর মোহাম্মদ ঢালীর বাড়ির এলাকায় ঘটেছে। এ ঘটনায় ওই কৃষক বাদী হয়ে হায়দরগঞ্জ ফাঁড়ি থানায় হাবিবুর রহমানসহ তিনজনকে আসামী করে একটি অভিযোগ দায়ের করেছেন।

জানা যায়, ঘটনার দিন সকালে প্রভাবশালী হাবিবুর রহমানের নেতৃত্বে জাফর ও জহির ওই কৃষকের ২২ শতাংশ জমি জরবদখলের চেষ্টা চালায়। তারা ওইসময় জমিটির বাগান থেকে বিভিন্ন প্রজাতির গাছ কেটে নিয়ে যায়।

এ ব্যাপারে হাবিবুর রহমানকে অনেক চেষ্টা করেো তাকে পাওয়া যায়নি।

হায়দরগঞ্জ ফাঁড়ি থানার ইনচার্জ এসআই মহিন উদ্দিন বলেন, এ সংক্রান্ত অভিযোগ পেয়ে ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
তারিখ: ২৭/০১/২০১৪ইং