দিনাজপুরে পেট্রোলবোমা নিক্ষেপকারী দুই শিবিরকর্মী পাঁচদিনের রিমাণ্ডে

দিনাজপুর থেকে রতন সিং: দিনাজপুরে ট্রাকে পেট্রোলবোমা নিক্ষেপের ঘটনায় আটক ছাত্রশিবিরের দুইকর্মীকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমাণ্ডে নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে দিনাজপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রেজাউল বারীর আদালতে ২২ জানুয়ারি দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের ঘোড়াঘাট উপজেলার থানা মোড়ে ধান বোঝাই ট্রাকে পেট্রোলবোমা নিক্ষেপ করার ঘটনায় আটক ছাত্রশিবির কর্মী ঘোড়াঘাট উপজেলার নুরজাহান কলোনীর ইয়াকুব আলীর পুত্র রকিবুল ইসলাম রকি (২৩) ও ঘোড়াঘাট পৌরসভার কমিশনার আব্দুস সোবহানের পুত্র রুবেলকে (২২) গ্রেফতার করে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়।

পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন করলে শুনানী শেষে বিচারক পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

দিনাজপুরে নাশকতার অভিযোগে  গ্রেফতার ১৬
নাশকতার অভিযোগে মঙ্গলবার (২৭ জানুয়ারি) দিনাজপুরে বিএনপি ও জামায়াত-শিবিরের ১৬ জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো  হয়েছে।

দিনাজপুর পুলিশ কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত দিনাজপুরে পুলিশ আট বিএনপি, পাঁচ জামায়াত ও তিনজন শিবির নেতা-কর্মী কে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

মঙ্গলবার ভোরে পার্বতীপুর রেলওয়ে  স্টেশনে জিআরপি পুলিশ তিন শিবির কর্মী আব্দুল হান্নান, আখতার হোসেন ও রুহুল আমিনকে দুইব্যাগ পাথরসহ আটক করেছে। আটককৃত তিন শিবির কর্মী পাথর নিক্ষেপে করে ট্রেন চলাচলে নাশকতার চেষ্টা করছিল বলে পুলিশের কাছে স্বীকার করেছে।