রংপুর থেকে জয়নাল আবেদীন: দেশব্যাপী বোমা হামলা, নৈরাজ্য, নাশকতা ও মানুষ হত্যার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় শ্রমিক লীগের নেতা- কর্মীরা ।

বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে রংপুর জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয় । মিছিলটি নগরির বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কাচারি বাজারে সমাবেশ করে ।
সমাবেশে বক্তারা ২০ দলীয় জোটের অন্যায় কর্মসুচি বন্ধের দাবি জানান । সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন শ্রমিক লীগের সভাপতি আব্দুস ছালাম সরকার, শ্রমিক নেতা গওহারুল ইসলাম, ইনছান আলী, আব্দুল জলিলসহ অন্যান্য নেতৃবৃন্দ।