কিশোরগঞ্জ থেকে মোস্তফা কামাল: অবেরোধের নামে সন্ত্রাস, নৈরাজ্য বন্ধ ও হুকুমের আসামি হিসেবে খালেদা জিয়াকে গ্রেফতারের দাবিতে কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা-জনতা বিক্ষোভ মিছিল করেছেন।
বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় থেকে মুক্তিযোদ্ধাসহ নানা শ্রেণী-পেশার শতশত নারী-পুরুষ বিক্ষোভ মিছিল করেছেন। মিছিল শেষে জেলা প্রশাসক এসএম আলমের কাছে প্রধানমন্ত্রী বরাবরে লেখা একটি স্মারকলিপি হস্তান্তর করা হয়।
মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডার মো. আসাদ উল্লাহ স্বাক্ষরিত স্মারকলিপিতে বলা হয়, অবরোধের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে রেললাইন বিচ্ছিন্ন করা, যানবাহনে আগুন দেওয়া, পুড়িয়ে নিরপরাধ মানুষ হত্যা ও সম্পদ ধংসের পৈশাচিক উন্মাদনায় মেতে উঠেছে বিএনিপ ও জামাত-শিবির।সকল সন্ত্রাস নৈরাজ্যকর ঘটনার মূল হোতা এবং নির্দেশদাতা হিসেবে খালেদা জিয়াকে অবলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণের জন্য স্মারকলিপিতে জোর দাবি জানানো হয়।
এসময় কালেক্টরেট প্রাঙ্গনে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার মো. আসাদ উল্লাহ, জেলআ গণতন্ত্রী পার্টির সভাপতি মুক্তিযোদ্ধা অ্যাড. ভূপেন্দ্র ভৌমিক দোলন, ডেপুটি কমান্ডার আব্দুল মান্নান, বাসিরউদ্দিন ফারুকী, মহিলা পরিষদ সভানেত্রী সুলতানা রাজিয়া, উইমেন চেম্বারের সভানেত্রী ফাতেমা জোহরা, মহিলা সংস্থার চেয়ারম্যান খালেদা ফেন্সি বেগম, মুক্তিযোদ্ধা অ্যাড. মতিউর রহমানসহ বিভিন্ন উপজেলা কমান্ডারবৃন্দ।