পিরোজপুর থেকে রবিউল হাসান রবিন: পিরোজপুরের কাউখালী উপজেলা পরিষদে নাশকতা প্রতিরোধ বিষয়ে সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার দৃপৃরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ বিষয়ক সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এসএম আহসান কবীর, ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিলটন, ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন সিকদার, আওয়ামী লীগ নেতা শাহ মো. কাইয়ুম, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আলী হোসেন তালুকদার, আ. লতিফ খসরু প্রমুখ।
পরে সভায় গুরুত্বপূর্ণ স্থানে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি গঠন করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়।