বরিশালে সড়কে নাশকতার সময় দুই শিবিরকর্মী আটক

বরিশাল থেকে এম. মিরাজ হোসাইন: বরিশালে সড়কে ককটেল ফাটিয়ে ও পেট্রোল ঢেলে আগুন দিয়ে নাশকতা সৃষ্টিকালে ছাত্রশিবিরের দুজনকে ধরে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা ও কমিউনিটি পুলিশ।

বুধবার সকালে সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের লাকুটিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের সমাজকল্যাণ বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র শিবিরকর্মী ইসমাইল হোসেন ২০)এবং রাষ্ট্র বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র মিজানুর রহমান (২২)। আটক দুজনের কাছ থেকে একটি তাজা পেট্রোলবোমা ও একবোতল পেট্রোল পাওয়া গেছে বলে জানিয়েছেন বরিশাল বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহেদুজ্জামান।

কর্মকর্তা জানান, সকালে লাকুটিয়া বাজার এলাকায় অবরোধের সমর্থনে বের হওয়া শিবিরের মিছিল থেকে রাস্তায় পেট্রোল ঢেলে আগুন দেয় কর্মীরা।পরে সেখানে থাকা কমিউনিটি পুলিশ সদস্য ও বিক্ষুব্ধ এলাকাবাসী একত্রিত হয়ে শিবিরের দুইকর্মীকে ধরে বিমানবন্দর থানা পুলিশের কাছে সোপর্দ করে।

এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহেদুজ্জামান।

নগর পুলিশের মুখপাত্র গোয়েন্দা পুলিশের সহকারি কমিশনার আজাদ রহমান জানান, অবরোধের নামে নাশকতার জন্য বোতল ভর্তি পেট্রোল নিয়ে পিকেটিংকালে পুলিশ শিবিরের দুইকর্মীকে ধরে ফেলে। এব্যাপারে বিমানবন্দর থনায় মামলা হবে বলে জানান তিনি।