মৌলভীবাজার থেকে আজিজুল ইসলাম: মৌলভীবাজারের কুলাউড়ায় অসামাজিক কাজের সাথে জড়িত থাকায় তিন নারীসহ ছয়জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর ২টায় উপজেলা ভবনের পাশের একটি বাসা থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হাসানের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে তাদের তিন নারীকে তিনমাসের বিনাশ্রম এবং তিন পুরুষকে এক মাসের কারাদণ্ড প্রদান করেন।
আটকৃতরা হলো: উপজেলার জয়চন্ডী ইউনিয়নের গিয়াস নগর গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে আব্দুর শুকুর (৪২), সিরাজ মিয়া (৩৮), মনসুর গ্রামের মতই বকস (৪৩) এবং তিনজন নারী।
পুলিশ জানায়, আটকৃতদের বিরুদ্ধে উপজেলার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগ রয়েছে। আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।