লক্ষ্মীপুরে ককটেলসহ ছাত্রদলের দুইকর্মী আটক

লক্ষ্মীপুর থেকে বেলাল হোসেন জুয়েল: লক্ষ্মীপুরের রামগঞ্জে নাশকতামূলক কর্মকাণ্ডের সময় ককটেলসহ ছাত্রদলের দুইকর্মীকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার করপাড়া ইউনিয়নের ভাটিয়ালপুর এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃতরা হচ্ছেন-উপজেলা ধর্মপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে ছাত্রদলকর্মী আবদুল আজিজ এবং লামচর গ্রামের আবুল হোসেনের ছেলে মো. নাঈম।

স্থানীয়রা জানান, রাতে কয়েকজন ছাত্রদলকর্মী ভাটিয়ালপুর এলাকায় পিকেটিং করে নাশকতা সৃষ্টির চেষ্টা করলে এলাকাবাসী তাদের আটক করেন। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।