লক্ষ্মীপুরে ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু

লক্ষ্মীপুর থেকে বেলাল হোসেন জুয়েল: লক্ষ্মীপুর জেলা কালেক্টর ভবণ প্রাঙ্গণে তিনদিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে বেলুন ও পায়রা উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক একেএম টিপু সুলতান।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহাদাত হোসাইন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কঙ্কন চাকমা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটট এসএম নাজিম উদ্দিন, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. জাকির হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আজিজুর রহমান, কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল আওয়াল ও জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল-মামুন প্রমুখ।

মেলায় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রায় অর্ধশতাধিক স্টল বসেছে।