শেরপুরের নালিতাবাড়ীতে এসএসসি ও এইচএসসি পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

নালিতাবাড়ী থেকে এম. সুরুজ্জামান: শেরপুরের নালিতাবাড়ী পৌরশহরের আব্দুল হাকিম স্মৃতি মডেল উচ্চ বিদ্যালয়ে বুধবার (২৮ জানুয়ারি) সকালে এসএসসি ও এইচএসসি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

ab hakim school pic nalitabari
বিদায় সংবর্ধনা ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান

প্রধান শিক্ষক যোগেন চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আবু সাইদ মোল্লা। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান আসমত আরা আছমা, উপজেলা আওমী লীগের কো-চেয়ারম্যান আব্দুস সবুর, রুপনারায়নকুড়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মো. মোস্তফা কামাল, সত্যজিৎ দত্ত সেতু, সরকার গোলাম ফারুক, শিক্ষক নাজিম উদ্দিন, লিটন প্রমুখ।

পরে এক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।