শেরপুর থেকে রেজাউল করিম বকুল: চলমান সহিংসতা ঠেকাতে জনগণের সহায়তার লক্ষে্ শেরপুরের শ্রীবরদী বীর বিক্রম শাহ মোস্তাছিন বিল্লাহ খুররম অডিটরিয়ামে অনুষ্ঠিত হল ওপেন হাউজ ডে। ওপেন হাউজ ডেতে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনগণের মতামত ও সহায়তা নেওয়া হয়।
শ্রীবরদী থানার উদ্যোগে অনুষ্ঠিত ওপেন হাউ ডে উপলক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র সহকারি পুলিশ সুপার শাহজাহান। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বেলাল উদ্দিন তরফদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসেন খোকা ও উপজেলা মক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আমিনুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী লাল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শফিউল আযম তুহিন, আওয়ামী লীগ নেতা জোবায়ের রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি মেরাজ উদ্দিন, ছাত্রলীগ নেতা জুয়েল আকন্দ প্রমূখ।
সভায় সহকারি পুলিশ সুপার শাহাজাহান বলেন, চলমান সহিংসতা ঠেকাতে সকলের সহযোগিতা প্রয়োজন। কেউ সহিংসতার চেষ্টা করলে তাকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে। আর একাজে জনগণের সার্বোবিক সহায়তা প্রয়োজন।