খুলনা ব্যুরো: খুলনায় আরাফাত রহমান কোকোর শোক সভায় বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ও মহানগর কমিটির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, রাজনীতির সাথে সম্পৃক্ত না হয়েও তার জানাজায় লাখো মানুষের ঢল প্রমাণ করে, এদেশের মানুষ জিয়া পরিবারের পাশে রয়েছে। জাতীয়তাবাদী নেতা শহীদ জিয়ার আদর্শকে ধ্বংসের যে কোন চক্রান্ত দেশের জনগনই প্রতিহত করবে।

বিএনপি ঘোষিত তিন দিনের শোক কর্মসূচির তৃতীয় ও শেষ দিনে বুধবার নগরীর কে ডি ঘোষ রোডে বিএনপি কার্যালয়ের সামনে এ শোক সভা অনুষ্ঠিত হয়। বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও ২০ দলীয় জোটের শরীক দলের নেতাকর্মীরা শোক সভায় উপস্থিত হন।
নজরুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে শোক সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়াপারসনের উপদেষ্টা এম নুরুল ইসলাম দাদু ভাই। সভায় আলোচনায় অংশগ্রহণ করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এ্যাড. এসএম শফিকুল আলম মনা, বিজেপির মহানগর সভাপতি অ্যাড. লতিফুর রহমান লাবু, বিএনপির মহানগর সিনিয়র সহসভাপতি সাহারুজ্জামান মোর্ত্তজা, জামায়াত নেতা খান গোলাম রসুল, সাবেক এমপি অধ্যাপক ডা. গাজী আব্দুল হক, বিএনপি নেতা সিরাজুল ইসলাম মেঝো ভাই, জাফরউল্লাহ খান সাচ্চু, শেখ মোশারফ হোসেন, আমির এজাজ খান, আরিফুজ্জামান অপু, মনিরুজ্জামান মন্টু, জামায়াত নেতা জাহাঙ্গীর হোসাইন হেলাল, খেলাফত মজলিস নেতা মাওলানা আলী আহমেদ, বিএনপি নেতা শেখ আব্দুর রশিদ, শফিকুল আলম তুহিন, মনিরুল হাসান বাপ্পী, রেহানা ঈসা, মুজিবর রহমান, আজিজুল হাসান দুলু, এমরানুল কবির নাসিম ও কামরান হাসানসহ প্রমুখ।
অধ্যক্ষ তারিকুল ইসলাম ও আসাদুজ্জামান মুরাদ শোক সভাটি সঞ্চালনা করেন।