কিশোরগঞ্জে ইয়াবাসহ ৩ যুবক আটক

কিশোরগঞ্জ থেকে মোস্তফা কামাল: কিশোরগঞ্জে বুধবার দুপুর ও রাতে র‍্যাব-১৪ পৃথক অভিযানে ১৯১ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ যুবককে আটক করেছে।

র‌্যাবের সহকারী পরিচালক এএসপি আবু সাঈদ জানান, বুধবার দুপুরে শহরের পশ্চিম তারাপাশা বটতলা এলাকা থেকে ৬০ পিস ইয়াবাসহ উকিলপাড়ার মৃত আবু বকর সিদ্দিকের ছেলে মাহফুজুর রহমান মাসুদকে (৩০) আটক করা হয়। আর রাত ৯টার দিকে শহরের একরামপুর মোড় থেকে ১৩১ পিস ইয়াবাসহ সতাল এলাকার মৃত গোলাপ মিয়ার ছেলে শরীফুল ইসলাম বাবুল (৩২) ও মনিন্দ ভদ্রভা পাড়ার আবুল হাশেমের ছেলে ফজলুল কবিরকে (৩০) আটক করা হয়।

উঠতি বয়সীদের কাছে এসব ইয়াবা ট্যাবলেট বিক্রি করা হয় বলে এএসপি আবু সাঈদ জানিয়েছেন।

সবাইকে সদর থানায় সোপর্দ করা হলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।