কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জামায়াতের ভাইসচেয়ারম্যান গ্রেফতার

কিশোরগঞ্জ থেকে মোস্তফা কামাল: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় যাত্রীবাহী বাসে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনায় জেলা জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল ও পাকুন্দিয়া উপজেলা পষিদের ভাইসচেয়ারম্যান আজিজুল হককে পুলিশ গ্রেফতার করেছে।

Azizul Hoque (Kishoreganj))
আজিজুল হক

 আজিজুল হককে গতকাল বুধবার (২৮ জানুয়ারি) বিকালে উপজেলার বাহরামখান পাড়ায় দলীয় সভা করার প্রস্তুতিকালে গ্রেফতার করা হয়েছে  বলে পাকুন্দিয়া থানা সূত্রে জানা গেছে। আজিজুল হক কিশোরগঞ্জ শহরের পৌর মহিলা কলেজের ইসলামি শিক্ষা বিভাগের প্রভাষক। বিকালে তাকে  আদালতে পাঠানো হয়েছে।

 পাকুন্দিয়া উপজেলার কোদালিয়া এলাকায় ২৪ জানুয়ারি রাতে একটি বাসে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে  পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির রাব্বানী জানিয়েছেন। এ ঘটনায় ২৫ জানুয়ারি নোমান (২৩) নামে এক জামায়াত সমর্থককেও  গ্রেফতার করা হয়েছে।