কিশোরগঞ্জ থেকে মোস্তফা কামাল: বড় ভাইয়ের স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে কিশোরগঞ্জে দেবরের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শহীদুল ইসলাম পৃথক দণ্ডবিধিতে তার রায়ে আসামি হোসেনপুরের প্রিয়তোষ চক্রবর্তীকে (৫০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। এসময় আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
মামলার বিবরণে জানা গেছে, ২০০৯ সালের ২ জুলাই দুপুর ২টা ৪০ মিনিটে হোসেনপুর উপজেলার সুরাটি ঠাকুরবাড়ী গ্রামের ধীরেন্দ্র চক্রবর্তীর ছেলে প্রিয়তোষ চক্রবর্তী তার বড় ভাই সন্তোষ চক্রবর্তীর স্ত্রী জয়ন্তী চক্রবর্তীকে (৪৭) কুপিয়ে হত্যা করেন। এসময় জয়ন্তীকে উদ্ধার করতে এলে প্রিয়তোষের ভাই সন্তোষ চক্রবর্তী, আশুতোষ চক্রবর্তী এবং অপর ভাই এর স্ত্রী সন্ধ্যা চক্রবর্তীকেও কুপিয়ে আহত করা হয়। এ ব্যাপারে হোসেনপুর থানায় মামলা হলে উপরোক্ত সাজা প্রদান করা হয়।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এপিপি অ্যাড. আমিনুল হক চুন্নু এবং আসামি পক্ষে ছিলেন অ্যাড. লুৎফর রাশিদ রানা।