খুলনা ব্যুরো: অবরোধ চলাকালে খুলনা মহানগরীতে পুলিশের নিয়মিত অভিযানে ৫৪ জনকে আটক করা হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় মহানগরীর ৮ থানায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে দুজন বিএনপির কর্মী রয়েছেন। বাকী ৫২ জন বিভিন্ন মামলার আসামি।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) বিশেষ শাখার এডিসি মনিরুজ্জামান মিঠু সকালে এতথ্য নিশ্চিত করেছেন।