দিনাজপুর থেকে রতন সিং: জেলা ছাত্রদলের আহবায়কসহ দিনাজপুরে বিএনপি-জামায়াত-শিবিরের ৩২ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।
দিনাজপুর পুলিশ কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৭ জানুয়ারি) মধ্যরাত থেকে বুধবার দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে পুলিশ জামায়াত-শিবির ও বিএনপির ৩২ জন নেতাকর্মীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতা ও সরকারবিরোধী কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে একাধিক মামলা রয়েছে।
ডিবি পুলিশ মঙ্গলবার রাতে শহরের মহারাজা স্কুল মোড় থেকে জেলা ছাত্রদলের আহবায়ক মোস্তফা কামাল মিলন ওরফে টাট্টু মিলনকে(৩০) গ্রেফতার করে।এছাড়া জামায়াতের ১২, শিবির ৬ ও বিএনপি-ছাত্রদলের ১৪ জন রয়েছেন।
জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে বিকেলে আটক সকলকে জেলে পাঠানো হয়।