তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায়ে ১৯ ফেব্রুয়ারি রোড মার্চ

রংপুর থেকে জয়নাল আবেদীন: তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায়ে জনগণকে সাথে নিয়ে রংপুর ও রাজশাহী বিভাগের উদ্যোগে ১৯ ফেব্রুয়ারি তিস্তা অভিমুখে রোড মার্চ করা হবে।

Basod  Press Conference PHOTO...27-1-15
সংবাদ সম্মেলনে বাসদ নেতৃবৃন্দ

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে রংপুর নগরীর সাম্যবাদ কার্যালয়ে সংবাদ সম্মেলনে বাসদ নেতৃবৃন্দ এ কথা বলেন ।

তিস্তা সেচ প্রকল্পের হাজার হাজার বিঘা জমির আবাদ শুষ্ক মৌসুমে তিস্তার পানির উপর নির্ভরশীল। কিন্তু তিস্তার পানির ন্যায্য হিস্যা থেকে বাংলাদেশকে প্রতিবছরই বঞ্চিত করে আসছে ভারত। এবিষয়ে সরকারের পক্ষ থেকেও কোনো কার্যকরি পদক্ষেপ নিতে দেখা যায় না। তাই দাবি আদায়ে জনগণকে নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলে রংপুর ও রাজশাহী বিভাগের উদ্যোগে ১৯ ফেব্ফেরুয়ারি তিস্তা অভিমুখে রোড মার্চ করা হবে ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাসদ (মার্কসবাদী) রংপুর বিভাগীয় সংগঠক কমরেড মঞ্জুর আলম মিঠু। এসময় উপস্থিত ছিলেন বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় কার্য পরিচালনা কমিটির সদস্য কমরেড শুভ্রাংশু চক্রবর্ত্তী, রংপুর জেলা সমন্বয়ক কমরেড আনোয়ার হোসেন বাবলু, দিনাজপুর জেলা সমন্বয়ক কমরেড রেজাউল ইসলাম সবুজ, রংপুর জেলা কমিটির সদস্য কমরেড পলাশ কান্তি নাগ প্রমুখ।