ঈশ্বরদী থেকে স্বপন কুমার কুন্ডু: যানবাহনে আগুন দিয়ে মানুষ পোড়ানোর রাজনীতি বন্ধের দাবিতে ঈশ্বরদীতে মৌন মিছিল, মানববন্ধন ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার হতে একটি মৌন মিছিল বের করা হয়। মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে পুরাতন বাসষ্ঠ্যান্ড এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় ঈশ্বরদীর নাগরিক মঞ্চের আহ্বায়ক অধ্যাপক স্বপন কুমার কুন্ডুর সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দিন আহমেদ, ফজলুর রহমান ফান্টু, মোস্তাক আহমেদ কিরণ, সিরাজ উদ্দিন বিশ্বাস, রবিউল ইসলাম রবি, মাহবুবুল হক দুদু, সাদেক আলী বিশ্বাস, শফিকুল ইসলাম বাচ্চু, মুরাদ আলী মালিথা, আনসার আলী ডিলু, রশীদুল আলম বাবু, সেলিম সরদার, শেখ মহসিন, তৌহিদ আক্তার পান্না, গোলবার হোসেন প্রমূখ।
বক্তারা বলেন, গত ৫ জানুয়ারি থেকে সারা দেশে অবরোধের নামে বাস, ট্রাক, লঞ্চ ও গাড়িতে আগুন দিয়ে মানুষ পোড়ানোর রাজনীতিতে প্রাণ হারিয়েছেন সাধারণ নাগরিক। আমরা আর মানুষ পুড়িয়ে মারার অপরাজনীতি দেখতে চাইনা।
সভায় আগুন দিয়ে মানুষ পোড়ানোর রাজনীতি বন্ধ এবং আইন করে হরতাল-অবরোধ বন্ধের দাবি জানানো হয়।