লক্ষ্মীপুরের রামগতিতে পাঁচ মণ জাটকা জব্দ

লক্ষ্মীপুর থেকে বেলাল হোসেন জুয়েল: লক্ষ্মীপুরের রামগতিতে পাঁচ মণ জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার রাত সোয়া ৭টার দিকে উপজেলা সদর আলেকজান্ডার বাজার থেকে ওই মাছগুলো জব্দ করা হয়।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জাকির হোসেন জানান, আলেকজান্ডার বাজারের একটি বরফ কলের সামনে এক মাছ ব্যবসায়ী জাটকা ইলিশ প্রক্রিয়াজাত করছেন গোপন সূত্রে এমন খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। এসময় সেখান থেকে পাঁচ মণ জাটকা ইলিশ জব্দ করা সম্ভব হলেও  ওই মাছ ব্যবসায়ী পালিয়ে যান।

তিনি আরও জানান, জব্দকৃত মাছগুলো গরীব ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।