লক্ষ্মীপুর থেকে বেলাল হোসেন জুয়েল: লক্ষ্মীপুরের কমলনগরে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর ১২টায় পুলিশ উপজেলার চরজাঙ্গালীয়া ফোরকানিয়া এলাকার একটি ডোবা থেকে ওই লাশটি উদ্ধার করেন।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির আহাম্মদ জানান, চরজাঙ্গালিয় এলাকার একটি ডোবায় লাশটি ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ সেখান থেকে আনুমানিক ষাটোর্ধ বছর বয়সী অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করে।
ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির আহাম্মদ জানান, ‘লাশটির আকৃতি ও গায়ে থাকা পোষাক দেখে মনে হচ্ছে এটি কোন মানসিক প্রতিবন্ধীর হতে পারে।’