লক্ষ্ণীপুর থেকে ওয়াজি উল্যাহ জুয়েল: লক্ষ্মীপুরের কমলনগরের তোরাবগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে সজীব দাস (১৬) নামে একজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ভোর ৫ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেকে) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বাবা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
সজীব কমলনগর উপজেলার করুনানগর এলাকার বাসিন্দা সঞ্জয় দাসের ছেলে। সে তোরাবগঞ্জ বাজারের পায়েল শিল্পালয়ে স্বর্ণের গহনা তৈরি করতো।
শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে তোরাবগঞ্জ বাজারে দোকানে কাজ করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে কিশোর সজীব দাসের শরীরের প্রায় ৬০ শতাংশ পুড়ে যায়। তাকে পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়।