শেরপুরে শিক্ষক ও কেয়ারটেকারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

শেরপুর প্রতিনিধি : শেরপুরে মসজিকভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের শিক্ষক ও কেয়ারটেকারদের দিনব্যাপী ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়েছে।

Oriantation_Pic
   বক্তব্য রাখছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) জেলা শিল্পকলা একাডেমী প্রঙ্গনে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ হায়দর  আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ ওরিয়েন্টেশনে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর  হোসেন। এছাড়া অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. হাবেজ  আহমেদ, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান প্রমূখ।

ওরিয়েন্টেশনে জেলার সাড়ে ৬ শত শিক্ষক ও আলেম-উলামা অংশ নেন।