ঝিনাইদহে স্কুলছাত্রী অপহরণের এক ঘন্টার মধ্যে উদ্ধার করল পুলিশ
ঝিনাইদহ থেকে জাহিদুর রহমান: ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার গোবরাপাড়া গ্রামের এক স্কুল ছাত্রীকে অপহরনের এক ঘন্টার মধ্যে উদ্ধার করেছে থানা পুলিশ।
ছাত্রীটি উপজেলার রিশখালী মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির। হরিনাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এরশাদুল কবির চৌধুরী জানান, বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে স্কুলে যাওয়ার পথে একই গ্রামের মাহাতাব হোসেনর ছেলে রনি ও তার কয়েকজন বন্ধু পথিমধ্যে ঐ ছাত্রীকে মাইক্রোবাসে জোর পূর্বক তুলে নিয়ে যায়। স্কুল ছাত্রীর বাবা দ্রুত পুলিশকে জানালে সঙ্গে সঙ্গে উপজেলার সবগুলো প্রবেশপথ বন্ধ করে দিয়ে মাইক্রোবাসসহ অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধার করে পুলিশ। এসময় রনি পালিয়ে গেলেও মাইক্রোবাসে থাকা রনির বন্ধু ছালামকে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে হরিনাকুন্ডু থানায় একটি অপহরণ মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান।