গোপালগঞ্জ থেকে হায়দার হোসেন : গোপালগঞ্জের মুকসুদপুরে মাইক্রোবাস চাপায় তামান্না (৯) নামের এক শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার রাতে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার কলেজ মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত তামান্না মুকসুদপুর উপজেলার আমিরাবাদ গ্রামের মোহাম্মদ মোস্তফার মেয়ে।
পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা একটি বাস থেকে নেমে মা-বাবার সাথে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী মাইক্রোবাস তামান্নাকে ধাক্কা দেয়। এতে মারাত্মক আহত হলে তামান্নাকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।