ঝিনাইদহ থেকে জাহিদুর রহমান: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দুধসর নামক স্থানে শুক্রবার সকালে ট্রাক চাপায় চার পান ব্যবসায়ী ঘটনাস্থলে নিহত ও চারজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। নিহতরা হলেন জেলার শৈলকুপা উপজেলার কানাপুকুরিয়া গ্রামের আব্দুল গফুর বিশ্বাসের ছেলে সফি উদ্দীন সফি (৩৫), একই গ্রামের রওশন আলীর ছেলে মজিবর রহমান (৩৭), আব্দুর রাজ্জাকের ছেলে রিয়াজুল ইসলাম (৪০) ও হরিণাকুন্ডু উপজেলার চরপাড়া গ্রামের ইউসুফ আলীর ছেলে আমিনুল ইসলাম আমল (৩৫)।
আহতদের মধ্যে শৈলকুপার কানাপুকুরিয়া গ্রামের মিলন ও আলমগীরের অবস্থা সংকটাপন্ন বলে হাসপাতাল সুত্রে জানা গেছে।
ঝিনাইদহ দমকল বাহিনীর স্টেশন অফিসার আব্দুর রউফ মোল্লাহ জানান, শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে শৈলকুপার দুধসর আবাসন প্রকল্পের কাছে ঝিনাইদহ গামী একটি টেম্পুকে বিপরীত দিক থেকে আসা ট্রাক চাপা দিলে ঘটনাস্থলে চারজন নিহত চারজন আহত হয়। তিনি আরো জানান, ঝিনাইদহ ও শৈলকুপা থেকে দমকল বাহিনীর সদস্যরা আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান।
হতাহতরা সবাই পান ব্যাবসায়ী বলে দমকল বাহিনী সুত্রে জানা গেছে। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসেম খান খবরের সত্যতা নিশ্চত করে জানান, নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। তিনি আরো জানান, ঘাতক ট্রাকটি আটকের জন্য পুলিশ চেষ্টা চালাচ্ছে। এ বিষয়ে শৈলকুপা থানায় এখনো কোন মামলা হয়নি।