রাজশাহী থেকে কাজী শাহেদ: রাজশাহী অঞ্চলে নাশকতায় পেট্রোলবোমায় দগ্ধ রোগীদের আর্থিক সহায়তা দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আওয়ামী কর্মকর্তা-কর্মচারী পরিষদ। তাদের পক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহম্মদ মিজান উদ্দিন এ অর্থ সহায়তা তুলে দেন।
শুক্রবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে দগ্ধ আটজন রোগীকে নগদ চার হাজার টাকা ও ফলমুল তুলে দেওয়া হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কে এম নাসির উদ্দিন, অধ্যক্ষ প্রফেসর আবু রায়হান খন্দকার, রাবি জনসংযোগ প্রশাসক প্রফেসর ড. মো. ইলিয়াছ হোসেন, প্রক্টর প্রফেসর তারিকুল হাসান প্রমুখ।