বরিশাল থেকে এম. মিরাজ হোসাইন: বরিশালের গৌরনদী উপজেলার সুন্দরদী গ্রামের এক কৃষকের রান্নাঘরের টিনের চালার ওপর থেকে শুক্রবার সকালে চারটি বোমা উদ্ধার করেছে পুলিশ।
গৌরনদী থানার ভারপাপ্ত কর্মকর্তা সাজ্জাদ হোসেন জানান, বেলা এগারোটার দিকে স্থানীয়দের কাছে খবর পেয়ে ওই গ্রামের আনিস ঘরামীর রান্না ঘরের টিনের চালার ওপর থেকে চারটি বোমা উদ্ধার করা হয়।
ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, কৃষক আনিস ঘরামীকে ফাঁসাতে প্রতিপক্ষের কেউ বোমাগুলো আগে থেকে রেখে যেতে পারে। এ ঘটনায় পুলিশী তদন্ত চলছে বলেও তিনি জানান।