গফরগাঁও থেকে আতাউর রহমান মিন্টু: ময়মনসিংহের গফরগাঁওয়ে একশটি মসজিদের উন্নয়নে মেডোনা গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব আখতারুজ্জামান ব্যক্তিগত তহবিল থেকে ১৫ লাখ টাকার অনুদান দিয়েছেন। উপজেলার একশটি মসজিদের প্রতিটিতে ১৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়।
এ উপলক্ষে শুক্রবার রৌহা জামিয়াতুত ত্বাকওয়া মাদ্রাসা প্রাঙ্গনে এক ইমাম সমাবেশের আয়োজন করা হয়। এতে আলহাজ্ব আখতারুজ্জামান ছাড়াও উপস্থিত ছিলেন গফরগাঁও সার্কেলের সহকারি পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন, মাওলানা হাদিউল ইসলাম, আব্দুল করিম, জাকারিয়া, মাওলানা আলমগীর হোসেন, মাওলানা মীর রাশেদুল ইসলাম, সমাজ সেবক শামছুল হুদা প্রমুখ।
ইতোমধ্যে আলহাজ্ব আখতারুজ্জামান ব্যক্তিগত তহবিল থেকে উপজেলার ৪শ ৫০টি মসজিদ ও মাদ্রাসার উন্নয়নে ব্যক্তিগত তহবিল থেকে অনুদান দিয়েছেন।