রংপুর থেকে জয়নাল আবেদীন: দেশব্যাপী বোমা হামলা, নৈরাজ্য, নাশকতা ও মানুষ হত্যার ঘটনায় রংপুরে ১৪ দলের আয়োজনে গায়েবানা জানাজা এবং নিহতদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে ।
শুক্রবার বাদ জুম্মা রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে এই জানাজা নামাজ অনুষ্ঠিত হয় । জানাজা নামাজে ঈমামতি করেন মাওলানা মইনুল ইসলাম । জানাজায় নগরীর বিভিন্ন মসজিদ থেকে আসা মুসল্লি, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন, মহানগর সভাপতি শফিয়ার রহমানসহ জেলার ১৪ দলীয় জোট নেতা-কর্মী ছাড়াও সমর্থকরাও অংশ নেয়।