রাজশাহী থেকে কাজী শাহেদ: রাজশাহীর তানোর উপজেলায় নাদিরা বেগম (৪৫) নামের এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩০ জানুয়ারি) বিকালে উপজেলার মালসিরা গ্রামের বাড়ি থেকে ওই নারীর লাশ উদ্ধার করে তানোর থানা পুলিশ।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, নিহত নাদিরা বেগমের মেয়ে নাজনিনের স্বামী আলমগীর হোসেন পুলিশকে জানিয়েছে, তার বাড়ি দেলুয়াবাড়ি এলাকায়। তিনি ঘড়ির ব্যবসা করেন। গতকাল চৌবাড়িয়া হাটে তিনি ঘড়ি কেনাবেচার জন্য আসেন। সেখান থেকে তিনি তার শাশুড়ি নাদিরা বেগমকে দেখতে মালসিরা গ্রামে গিয়েছিলেন। আলমগীর ঘরে গিয়ে নাদিরা বেগমের লাশ দেখতে পান। লাশ দেখে তিনি আশেপাশের লোকজনকে খবর দেন। পরে শাশুড়ির লাশ উদ্ধারের জন্য থানায় খবর দেন।