লক্ষ্মীপুর থেকে বেলাল হোসেন জুয়েল: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরফলকন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এএনএম আশরাফ উদ্দিন জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
তথ্য প্রযুক্তির দিক থেকে তিনি ও তার পরিষদ অনন্য সেবা প্রদান করে ‘ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে’ বিশেষ অবদান রাখায় তাকে জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত করা হয়। বৃহস্পতিবার বিকেলে লক্ষ্মীপুর জেলা প্রশাসনের আয়োজিত ‘ডিজিটাল উদ্ভাবনী মেলার’ সমাপনী দিন জেলা প্রশাসক একেএম টিপু সুলতান তার হাতে শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যানের পুরস্কার তুলে দেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাহাদাত হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মো. আবু তাহের, জেলা পুলিশ সুপার শাহ মিজান সাফিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কঙ্কন চাকমা, রামগতি উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আবদুল ওয়াহেদ ও রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন প্রমুখ।
এ সময় তথ্যসেবায় অবদান রাখার জন্য কমলনগরের তোরাবগঞ্জ ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্রের উদ্যেক্তা ওমর ফারুক সবুজ উপজেলার শ্রেষ্ঠ উদ্যেক্তার পুরস্কার পান।